বিশ্ব প্রবীণ দিবস পালন শিলচর ইনার হুইলের

0
149

পাঞ্চজন্য রায়, শিলচর, ভারতীয় প্রতিনিধি : বিশ্ব প্রবীণ দিবস পালন করল শিলচর ইনার হুইল ক্লাব শিলচর। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের চাঁদমারির ভারত সেবাশ্রম সংঘের বৃদ্ধাশ্রমে যান ক্লাবের কর্মকর্তারা। আশ্রমের প্রবীণদের সঙ্গে কিছুটা সময় কাটান তাঁরা। শোনেন এই প্রবীণদের জীবনের ফেলে আসা কিছু স্মৃতিকথাও। পরে দুধ, বিস্কুট, স্বাস্থ্যবর্ধক খাবার, টুথ ব্রাশ, পেস্ট, সাবান, বডি ওয়েল, মাস্ক, হেন্ড স্যানিটাইজার সহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাঁদের হাতে তুলে দেন ক্লাব প্রতিনিধিরা। ইনার হুইলের সভানেত্রী সুতপা ভট্টাচার্য, সম্পাদক শিল্পী ঘোষ, যুগ্ম সম্পাদক মিনু চৌধুরী উপস্থিত ছিলেন।