নিজস্ব প্রতিনিধি আব্দুল রাহাজ বসিরহাট ভারত
জমে উঠেছে এ বছরের আইপিএল বা ইন্ডিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। এদিন খলিল আহমেদ এর দুর্দান্ত বোলিং ও ডেভিড ওয়ার্নারের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদে সানরাইজার্স হায়দ্রাবাদ কে হারিয়ে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত কুড়ি ওভারের শেষে 3 উইকেট হারিয়ে 207 রান সংগ্রহ করে জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারের শেষে 8 উইকেট হারিয়ে 186 রান সংগ্রহ করে ফলে দিল্লি ক্যাপিটালস 21 রানে ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস হয়ে ব্যাট ডেভিড ওয়ার্নার 58 বল খেলে 92 রান করে ও খলিল আহমেদ গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ব্যাট হাতে নিকোলাস পুরান 34 বল খেলে 62 রান করে বল হাতে ভুবনেশ্বর কুমার , আ্যবট ও শ্রেয়াস গোপাল একটি করে উইকেট নেয়। ম্যাচটিতে জয়ের সুবাদে দিল্লি ক্যাপিটালস দশ ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম নম্বর স্থানে অবস্থান করছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 10 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বর স্থানে অবস্থান করছে। ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার। ম্যাচটি অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের বারাব্রুন স্টেডিয়ামে।