✍️সুজন চক্রবর্তী, আন্তর্জাতিক ডেস্কঃ না পেরার দেশে চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। শুক্রবার ভোর সাড়ে ৩টায় প্রয়াত হন তিনি। শুক্রবার গুজরাটের গান্ধিনগরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সকাল ৭টায় গুজরাটের আহমেদাবাদ পৌঁছেন প্রধানমন্ত্রী মোদি। মায়ের শেষযাত্রায় উপস্থিত থেকে সকাল ১০ টায় হীরাবনের শেষকৃত্য সম্পন্ন করেন। ১৯২৩ সালের ১৮ ই জুন গুজরাটের মেহসানায় তিনি জন্মে ছিলেন। চলতি বছরের জুনে ৯৯ পেরিয়ে ১০০ তে পা দেন হীরাবেন। মা হীরাবেন মোদির প্রয়াণে শোকে মুহ্যমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব কাজ ফেলে মায়ের শেষযাত্রা উপলক্ষে গান্ধিনগরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। হীরাবেনের শববাহী শকটে বসেই শ্মশানে রওনা হন মোদি। তাঁর চোখে মুখে শোক এবং হতাশা প্রকট হয়েছে। একটা সময় গাড়িতে মায়ের মরদেহের পাশে একা বসে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছে গোটা ভারত। হীরাবেনের প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। আরো শোকপ্রকাশ করেছেন বিজেপি, কংগ্রেস সহ ভারতের সব রাজনৈতিক দলের নেতারা।