✍️পশ্চিম মেদিনীপুর সান্তানু বর্ধন: বছরের প্রথম দিন। আর সেই বছরের প্রথম দিনে ভিড়ে জমে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের হরিসিংহপুরের ইকো ট্যুরিজম পার্ক। ঘাটাল মহকুমার পাশাপাশি দূর দুরান্ত থেকে পিকনিক করতে বীর জমিয়েছে ঘাটালের এই পার্কে পর্যটকেরা, পার্কে যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে তার জন্য মোতায় রয়েছে পুলিশ বাহিনী।