??বন্দে ভারত বিতর্কিত মন্তব্য করলেন মেদিনীপুর তৃণমূলের কো অডিনেটর অজিত মাইতি??

0
0

✍️পশ্চিম মেদিনীপুর(শান্তনু বর্ধন) :পৃথিবীতে এই প্রথম একটি ট্রেন উদ্বোধন হলো, যাকে নিয়ে সাত দিন ধরে প্রচার করা হচ্ছে। বন্ধে ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের অজিত মাইতির। কেশপুরের ছুতারগেড়িয়ায় একটি দলীয় সভায় যোগদান অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা জয়প্রকাশ মজুমদার সহ জেলা তৃণমূলের নেতাকর্মীরা। সেই মঞ্চে দাঁড়িয়েই বন্দে ভারত ট্রেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূলের দাপুটে নেতা।অন্যদিকে বর্ষবরণের পরের দিনই বন্দে ভারতে পাথর ছড়ার অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আবার বিজেপি যোগ রয়েছে বলে দাবি করলেন তৃণমূল নেতা জয় প্রকাশ মজুমদার।