??সন্তান রুপে কার্তিকের ঠাঁই এখন গাছ তলায়।??

0
0

✍️পশ্চিম মেদিনীপুর শান্তনু বর্ধন: ঘাটালের বট, অশ্বত্থ সহ বিভিন্ন গাছের তলায় এখন সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে শতাধিক কার্তিক ঠাকুর। হিন্দু পুরাণ মতে কার্তিক হলো মা দুর্গার পুত্র। দুর্গা পুজোর পরেই কার্তিকের পূজো করে বাঙালি। কথিত আছে বিয়ের পর দম্পতি যদি কার্তিকের পূজো করে তাহলে পুত্র সন্তান হয়। সেই রীতি আজও বয়ে চলেছে সমাজে। প্রচলিত প্রথা অনুযায়ী কার্তিকে যেহেতু ছেলে সন্তান রুপে পুজো করা করা হয় তাই পুজোর পর তাকে বিসর্জন করা মানে সন্তানকে জলে ফেলে দেওয়া, এমনটাই মনে করেন বহু মানুষ। তাই কার্তিকের পুজোর পর বিসর্জন না করে তাকে কোনও গাছের নিচেই বসিয়ে রাখা হয়। এর পরেই দেখা যায় যে কার্তিককে সন্তানরুপে ভক্তিভরে পুজো করা হল তার গায়ে পাখির বৃষ্ঠা পড়ছে, কুকুরে প্রসাব করছে, হাত পা ভেঙা অবস্থায় দৃষ্টিকটু ভাবে পড়ে রয়েছে। তাহলেই কার্তিককে কি বিসর্জন করতে নেই? এই নিয়ে ঘাটালের পুরোহিত ও নাট্য ব্যক্তিত্ব জগন্নাথ চক্রবর্তী কি বললেন শুনে নেব।