সুজন চক্রবর্তী, আসাম( ভারত): শুক্রবার রাতে ভারতের আগরতলায় ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। পশ্চিম ত্রিপুরার ইন্দ্রনগর এলাকায় বাংলাদেশি নাগরিকদের ঘোরাঘুরির বিষয়ে সুনির্দিষ্ট রিপোর্টের ভিত্তিতে শুক্রবার রাতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন শহিদুল শেখ,জহির আলী, রাব্বান শেখ, সজিব আলী, এম আলি ও নজরুল ইসলাম। উক্ত থানার ওসি সুবীর মালাকার সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং গত কয়েকদিন ধরে কাজের জন্য আগরতলা শহরের চারপাশে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে