?? অতীতের পাতা থেকে
লেখিকা । অলোকা বণিক ??
আজ থেকে বেশ কিছু দিন আগে প্রতিবেশীদের পণ্ডিচেরি অভিযানে মেতে উঠতে দেখে,আমরা ও নিজেদের বেঁধে রাখতে পারিনি।
পেছু থেকে তাদের আঁচল টেনে ধরেছিলাম।
সে সময় আমরা বিহারের সমস্তিপুর শহরে থাকি ।সন্তানরা ছাত্রাবস্থা,তাদের উৎসাহের শেষ নেই ।তড়িঘড়ি সব ব্যবস্থা হয়ে গেল ।
তিন পরিবার মিলে মহোৎসাহে হৈ হৈ করে বেরিয়ে পড়েছিলাম ।
বহুদিন আগের কথা মনের কোণে কিছুটা ফিকেহলেও কিছু কথা হৃদয়ে সেল হয়ে বিঁধে আছে,
যা এখনো কাঁচের মত জল্ জল্ করছে ।পণ্ডিচেরির বেশ কয়েকটি জায়গা ঘোরার পর আমরা এসে পৌছলাম পণ্ডিচেরি অরবিন্দ আশ্রম,
যেমন সুন্দর ঘর তেমনই তাদের পরিষেবা ।আমরা মুগ্ধ ।সেই সময় আমার মনে হয়েছিল কোথায় এলাম?সর্গ না মর্ত্য এটা?
ভাষা ভাষা মনে পরছে, বিশাল ধ্যান কক্ষে একটি মাত্র প্রদীপ জ্বলছে আর ঐ প্রদীপ শিখায় সমস্ত ঘর মিষ্টি আলোয় ভরে আছে ।সেই ধ্রুব সত্য টা দেখতে পেলাম ।
একটা পিন পরার শব্দের নীরবতা বিরাজ করছে আর প্রদীপের আলোয় ঋষি অরবিন্দ প্রস্তর মূর্তিটি উদ্ভাসিত শ্বেতপাথরে নির্মিত এই মূর্তি ত্যাগ ও তিতিক্ষার প্রতিচ্ছবি ।
সুগন্ধি ধূপের গন্ধ আজও যেন পাই,ঐকক্ষে ধূপের গন্ধ মনকে ভাসিয়ে নিয়ে যায় স্তব্ধ মহাসমুদ্রে সেথায় ,যেখানে নিজেকে সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলা যায় ।
পতি-সন্তান-সংসার সবভুলে শান্ত চিত্তে সাধনামৃত পান করা যায় ।
ভাবতে অবাক লাগে মানবজীবনে কখন কিঘটে কেউ তা অনুমান করতে পারে না ।চারটি ভূমি খণ্ড নিয়ে করমণ্ডল উপকূলে গঠিত ।
দক্ষিণ পূর্ব সীমান্তে বঙ্গোপসাগর অন্য দিকে তামিলনাড়ু ।এখানকার জলবায়ু মনোরম ।এখানে নৌকা নির্মাণের জন্য বিখ্যাত এইশহরের মধ্য দিয়ে কোরিংগা নদী বয়ে গেছে,
পণ্ডিচেরির সবথেকে বড় আকর্ষণ শহরের প্রতিটি সরক সরলরেখায় বেড়ে সমকোণে মিলিত হয়েছে ।অতীব সুন্দর শিল্প শৈলীতে বাহারিত।
উদ্যানে যেন ভগবান শ্রীবিষনুর বরাহ অবতারের সাথে লক্ষ্মী দেবীর লীলা-খেলার মূর্তি গঠিত,চোখ ধাঁধিয়ে যায় তাইতো সেরূপ আজ ও ভুলতে পারিনি আর পারা ও সম্ভব ও নয়।
আর একটা কথা আশ্রম এর অতিথি গৃহে থাকার দরুন মাত্র15টাকায় সকালের উত্তম জলপান ,মধ্যাহ্ন ভোজন এবং নৈশাহার ।আর সুস্বাদু তো বটেই ।সে সাদ এখন পর্যন্ত ভুলতে পারিনি ।বহুদিন আগের অভিজ্ঞতা জানালাম ।বর্তমানে অনেক বদলে গেছে সবটা নাও মিলতে পারে ক্ষমা করবেন ।।নমস্কার ।
ঠিকানা:-অলোকা বণিক
22,Chatterjee bagan
3rd lane
chuchurah hooghly pin.712102??