শিক্ষা ও এতিহ্যে কুমিল্লার চান্দিনায় পানিপাড়া ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য অনেক দীর্ঘ। এই ইতিহাস ও ঐতিহ্যকে লালন করা এবং একটি আদর্শ গ্রাম গড়ার উদ্দেশ্যে শিক্ষা ও এতিহ্যে পানিপাড়া ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
১. মোঃ আবু নায়ীম আল মামুন প্রভাষক কুমিল্লা বোর্ড কলেজ
২. এমদাদুল হক প্রভাষক দেবীদ্বার সরকারি কলেজ
৩. জিয়াউল হক রোমান সহকারী পরিচালক Bangladesh University Of Professionals -BUP, Mirpur Cantonment।
৪. কামরুল হাসান সহকারী পরিচালক (বার্ড কুমিল্লা)
৫. জসিম উদ্দিন সহকারী শিক্ষক বেলাশর সঃপ্রঃবিঃ
৬. মোহাম্মদ আরাফাত উল্লাহ সহকারী শিক্ষক পানিপাড়া সঃপ্রাঃবিঃ
৭. মোঃ ফারুক হোসেন সহকারী শিক্ষক পানিপাড়া সঃপ্রাঃবিঃ
৮. মো: জালাল উদ্দিন সহকারী শিক্ষক মাধবপুর সঃপ্রাঃবিঃ
৯.আশিকুর রহমান কাউছার
১০. মোঃ মোস্তফা কামাল প্রবাসী

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক জিয়াউল হক রোমান, শিমুল মজুমদার, ইফতেখার আহমেদ তুহিন, আবির চৌধুরী,মোঃ সাইফুদ্দীন , মো: হাসান আহমেদ, মোঃ জহিরুল ইসলাম, মো: হারেস ইবনে কাসেম, শাহপরান ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়নরত এক ঝাঁক তরুণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সুশীল সমাজ বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এই ফাউন্ডেশন এর কার্যক্রম গতিশীল করার জন্য পানিপাড়া গ্রামের শিক্ষিত সমাজকে ফাউন্ডেশনের সাথে যুক্ত থেকে পানিপাড়া গ্রামকে আলোকিত করার জন্য আহ্বান করা হলো।

1 COMMENT

  1. শিক্ষা ও ঐতিহ্য পানিপাড়া ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান সফলতার সাথে সাফল্যমন্ডিত হয়েছে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।