✍️সুজন চক্রবর্তী, আসাম( ভারত): অনলাইন গেম বন্ধের সিদ্ধান্ত নিলেন ভারতের মধ্যপ্রদেশ সরকার। এই গেম খেলাকে কেন্দ্র করে পড়ুয়াদের বাড়তে থাকা ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ করতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি মধ্যপ্রদেশে এক জনৈক ৫ম শ্রেনীর পড়ুয়াকে গেম খেলতে না দেওয়ার জন্য তা ফোন থেকে গেম খেলা উড়িয়ে দেন বাবা- মা। পরে সে বাবা – মার অনুপস্থিতিতে ৬ হাজার টাকা খরচ করে সেই গেম আবার ডাউনলোড করে নেয় কিশোর। জানতে পেরে বাবা- মা বকাবকি করেন। বিকেলে অভিভাবকের অনুপস্থিতিতে আত্মহননের পথ বেঁছে নেয় ওই কিশোর। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।